Young Kareena Kapoor Of Kabhi Khushi Kabhie Gham Looks GORGEOUS Now | Malvika Raaj

Young Kareena Kapoor Of Kabhi Khushi Kabhie Gham Looks GORGEOUS Now | Malvika Raaj

‘কভি খুশি কভি গম’ ছবির মূল আকর্ষণ শাহরুখ ও কাজল এবং করিনা ও হৃতিককের জুটি হলেও ছবির প্রথম ভাগে খুদে হৃতিক বা খুদে করিনাও অত্যন্ত প্রশংসা কুড়িয়েছিলেন দর্শকের। কিন্তু কোথায় গেলেন সেই খুদে চরিত্রের অভিনেত্রী? তিনি কি অভিনয় ছেড়ে দিলেন নাকি?

ছোট পুহ-এর চরিত্রে অভিনয় করেছিলেন মালবিকা রাজ। তিনি এখন দক্ষিণী ছবির নায়িকা। আসলে ‘কভি খুশি কভি গম’ করার পর, দীর্ঘ সময় তিনি ছবির জগৎ থেকে দূরে ছিলেন কারণ তাঁর বাবা চেয়েছিলেন মেয়ে আগে পড়াশোনা করুক, তার পরে অভিনয়। দেখুন এখন কেমন দেখতে তাঁকে রইল ছবি ।

সম্প্রতি একটি গসিপ ওয়েবসাইটকে সেই কথা জানিয়েছেন মালবিকা। সামনেই তাঁর নতুন ছবির মুক্তি। দেখুন সেই ছবির ট্রেলার নীচের লিঙ্কে ক্লিক করে—

#jayadev #malvikaraaj #ghantaravi #jayanthCParanjee

Posted by Malvika Raaj on Donnerstag, 11. Mai 2017

 

আরো আকর্সনীয় আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন BanglarUtsab.co.in আপনার সাথে, আপনার পাশে।