Rashifal (राशिफल) in Bengali: ज्योतिष ... - Sri Saurav 13/06/2019

Rashifal (राशिफल) in Bengali: ज्योतिष … – Sri Saurav 13/06/2019

মেষ : কর্মে সাফল্য থাকবে , কাজে দায়িত্ব বাড়বে , আর্থিক ভাগ্য শুভ হবে।

বৃষ : শিখায় সাফল্য থাকবে। ব্যবসায় বিনিয়োগ শুভ হবে , শত্রুতার শিকার হতে পারেন।

মিথুন : দূরের যোগাযোগ শুভ হবে, বেকারদের কর্মের হদিস থাকবে।

কর্কট : আজ ব্যবসায় বিনিয়োগ শুভ না , ক্লান্তিকর দিন হবে, প্রেমে সমস্যা।

সিংহ : আর্থিক ক্ষমতা বৃদ্ধি,নিকট বন্ধুর সাহায্য পাবেন, হাতের কাজের সঙ্গে যুক্ত তাদের ভালো সময়।

কন্যা : বাড়িতে কলহ , পড়াশুনায় অমনোযোগী , প্রাপ্তিযোগ রয়েছে।

তুলা : কাজের চাপ, অর্থ বাড়বে , নতুন প্রেমের আগমন হতে পারে , ভ্রমণ শুভ।

বৃশ্চিক : হওয়া কাজে বাধা থাকবে , কর্মে সমস্যা , পরিবারের সাথে ভুল বুঝাবুঝি।

ধনু : আর্থিক ক্ষমতা বাড়বে , পরীক্ষা শুভ না , দাম্পত্যে সমসসা।

মকর : স্থায়ী কর্মে সমস্যা , অফিসে বিতর্ক ,মনোকষ্ট থাকবে\

কুম্ভ : ভ্রমণ শুভ না , পেটের সমস্যায় ভুগতে পারেন , কেনা বেচা থেকে বিরত থাকুন।

মীন : আর্থিক চাপ থাকবে, কর্মচারীদের না নিয়ে সমস্যায় পড়তে পারেন , বিতর্কে যাবেন না।