13 January 2019 Rasifol by Sri Saurav, No.1 Astrologer in Falakata, Dhupguri,Maynaguri, Siliguri,Assam, Coochbehar etc. - Bangla News

13 January 2019 Rasifol by Sri Saurav, No.1 Astrologer in Falakata, Dhupguri,Maynaguri, Siliguri,Assam, Coochbehar etc.

বৃশ্চিক: কর্মে চাপ বাড়বে। হওয়া কাজ আটকে থাকার প্রবণতা বাড়বে। আর্থিক ক্ষেত্রে সমস্যা।

ধনু: অর্থ খরচ বাড়বে। দাম্পত্যে সমস্যা থাকবে। শরীর সাস্থসূভ না।

মকর: ২০১৯ মকর রাশির জাতক ও জাতিকাদের কঠিন সময় আসতে চলেছে। সাবধানে চলুন।

কুম্ভ: মানসিক কষ্ট থাকবে। শরীর স্বাস্থ্য শুভ না। ব্যবসায় শুভ পরিবর্তন।

মীন: হটকারী সিদ্ধান্ত নেবার জন্য সমস্যা থাকবে। আর্থিক লেনদেনের ব্যাপারে সতর্ক থাকা ।

তুলা: ব্যবসায় বিনিয়োগ শুভ হবে। আর্থিক ভাগ্য মধ্যম। প্রেমের আগমন শুভ হবে।

কন্যা: বেকারদের কর্ম এর যোগাযোগ শুভ হবে। ছাত্রদের উন্নতির যোগ রয়েছে। আর্থিক ভাগ্য শুভ।

সিংহ: প্রেমে কষ্ট থাকবে। গুরুজনের সাথে মতবিরোধ। ছাত্রদের পড়াশুনায় ক্ষতি।

মেষ: কর্মে চাপ বাড়বে। আর্থিক ভাগ্য মধ্যম। বন্ধুদের সাথে কলহ থাকবে।

বৃষ: মানসিক দিক থেকে কষ্ট বাড়বে। স্ত্রীর সাথে অশান্তি হবার যোগ রয়েছে।

মিথুন: প্রতিযোগিতামূলক পরীক্ষা শুভ হবে। পেটের সমস্যা বাড়বে। আর্থিক ক্ষেত্রে শুভ।

কর্কট: ঠাণ্ডা লাগার প্রবণতা রয়েছে। ভ্রমণের যোগ রয়েছে। স্ত্রীর সাথে সময় দিন।