Bangla Rashifal 2018 (05th November 2018) | Bangla Horoscope 2018 | Ajker Rashifal - Sri Saurav - Bangla News

Bangla Rashifal 2018 (05th November 2018) | Bangla Horoscope 2018 | Ajker Rashifal – Sri Saurav

বিশেষ বার্তা : আগামী ৬ ই নভেম্বর মঙ্গলবার, মঙ্গোল গ্রহ গোচরে মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এর ফলে বেশ কিছুর সমস্যা দেখা যাবে তুলা রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতকদের , মাথা ঠান্ডা রেখে কাজ করুন। বিতর্কে জড়াবেন না। চোট , আঘাত পাবার যোগ রয়েছে। সতর্ক থাকুন।


মেষ : কর্মক্ষেত্রে জটিল সময় , প্রেমে কষ্ট পাবেন। ব্যবসায় আর্থিক ক্ষতি।
বৃষ : প্রেমের যোগাযোগ শুভ , ব্যবসায় বিনিয়োগ শুভ হবে। প্রিয়জনের সাথে বিবাদ।
মিথুন : সম্পর্ক নিয়ে সমস্যা থাকবে , আর্থিক ভাগ্য মধ্যম , শিখায় শুভ যোগ।
কর্কট : মানসিক চঞ্চলতা। প্রতিযোগিতামূলক পরীক্ষা শুভ নয়।
সিংহ : কর্মক্ষেত্রে সমস্যা , মান সম্মান হানির যোগ রয়েছে , দাম্পত্য জীবনে সমস্যা।
কন্যা : নতুন কর্মের হদিস থাকবে , পিতার সাথে বিরোধ। আর্থিক ভাগ্য শুভ নয়।
তুলা : কর্মক্ষেত্রে চাপ বাড়বে, শরীর স্বাস্থ্য শুভ নয় , ব্যবসায় বিনিয়োগ অশুভ , তুলে রাশির জাতক – জাতিকারা সর্ব দিক থেকে সতর্ক থাকবেন ১৮ নভেম্বর পর্যন্ত।
বৃশ্চিক : হাড্ডিজনিত ব্যাথায় কষ্ট পেতে পারেন। কর্মক্ষেত্রে মধ্যম। আইনি ঝামেলার অবসান হতে পারে।
ধনু : শনির সাড়ে সাতির দ্বিতীয় ভাগে আপনারা দাঁড়িয়ে আছেন। মনে রাখবেন আজকের দিনের কর্ম আপনার আগামী দিনকে চালিত করবে , কর্মক্ষেত্রে মনোনিবেশ করুন ,প্রেম শুভ নয়।
মকর : আগুন থেকে সতর্ক থাকুন , আর্থিক ভাগ্য শুভ হবে , বেকারদের কর্মের যোগ।
কুম্ভ : প্রতিযোগিতামূলক পরীক্ষা শুভ হবে। ভ্রমণের যোগ রয়েছে।
মীন : দোটানা মনোভাব, শিক্ষায় বাধা, ব্যাবসায় ক্ষতির আশঙ্কা, কর্মক্ষেত্রে অপবাদ।
উত্তরবঙ্গে চেম্বার চলছে। বুকিং আবশ্যক। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন ৯৫৯৩৭৫৪০১০ / ৭৪৭৯৩০৮৪৪০.