WBCADC ফালাকাটা শাখার পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ করা হলো ধনিরামপুর ১নং গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীকে।

WBCADC ফালাকাটা শাখার পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ করা হলো ধনিরামপুর ১নং গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীকে।

আলিপুরদুয়ার, ৩ অগাস্ট, ২০১৭: আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনিরামপুর ১নং গ্রাম পঞ্চায়েত এর অধীন এথেলবাড়ি চা বাগান এলাকায় ৬টি স্বনির্ভর গোষ্ঠীর মোট 30জন মহিলাকে আর্থিক ভাবে সাহায্যের জন্য একটি করে সেলাই মেশিন বিতরণ করা হলো সম্পূর্ণ বিনামূল্যে।

এই প্রকল্প রূপায়ণে সক্রিয় ভাবে সহযোগিতা করেছে WBCADC(ওয়েস্ট বেঙ্গল কপ্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কোরপরোশন) ফালাকাটা শাখা।

এই সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটা ব্লকের বিধায়ক অনিল অধিকারী, ব্লকের বিডিও স্মিতা সুবভা, পঞ্চায়েত সমিতির সভাপতি সন্ধ্যা বিশ্বাস, ধনিরামপুর ১নং গ্রাম পঞ্চায়েত প্রধান সুখমনী টোপ্প, সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছে তাদের আর্থিক সচ্ছলতা আনতে এই উদ্যোগ। এই সেলাই মেশিন গুলো দেবার আগে তাদের সবাইকে ২০দিনের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল।

আগামী দিনে এই সংস্থার মাধ্যমে পিছিয়ে পড়া চা বাগান এলাকার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীকে আর্থিক দিক থেকে সচ্ছলতা আনার উদ্দেশ্যে ছাগল, ভেড়া, শুকর প্রতিপালন করার জন্য দেওয়া হবে।

আরো আকর্সনীয় আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন BanglarUtsab.co.in আপনার সাথে, আপনার পাশে।