০৪ March ২০১৯ রাশিফল: শ্রী সৌরভ সকলকে জানাই শিবরাত্রির শুভেচ্ছা। - Bangla News

০৪ March ২০১৯ রাশিফল: শ্রী সৌরভ সকলকে জানাই শিবরাত্রির শুভেচ্ছা।

০৪ March ২০১৯ রাশিফল: শ্রী সৌরভ
সকলকে জানাই শিবরাত্রির শুভেচ্ছা।
০৭ /০৩/২০১৯ থেকে রাহু কেতু র গোচর পরিবর্তন হতে চলেছে, অধিক জানতে কল করুন 9593754010/ 7479308440

মেষ: কর্মে সাফল্য থাকবে, শরীর স্বাস্থ্য শুভ না, বিতর্কে জড়াবে ন না।

বৃষ: পেটের সমস্যা এ ভোগার সম্ভাবনা প্রবল মাত্রায়। শেয়ার লগ্নি বা অংশীদারি ব্যবসা শুভ হবে, ভ্রমণে আনন্দ।

মিথুন: কর্মে পরিবর্তনের জন্য আদর্শ সময়, স্ত্রীর ভাগ্য শুভ না, বিতর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

কর্কট: বেকারদের কর্ম এর যোগ রয়েছে, প্রেমের জন্য শুভ যোগ, সতর্ক ভাবে চলাফেরা করুন।

সিংহ: বড় কাজের ভার পাবেন, সন্তানকে নিয়ে সমস্যা, ছাত্রদের শিক্ষায় সাফল্য।

কন্যা: মায়ের শরীর স্বাস্থ্য ভালো না, আগামী ৬ মাস বাড়িতে সমস্যা থাকবে।

তুলা: দূরের ভ্রমণ যোগ রয়েছে, আর্থিক উন্নতির যোগ আছে, কর্মে সাফল্য।

বৃশ্চিক: যারা হস্তশিল্পের সাথে যুক্ত তারা ভালো খবর পাবেন, কর্মক্ষেত্রে সমস্যা, ব্যবসায় সাফল্য।

ধনু: প্রিয়জনের সাথে মানসিক বিবাদ হবার প্রবল যোগ, দাম্পত্যে সমস্যা থাকবে , আর্থিক ভাগ্য শুভ না।

মকর: ব্যবসায় লগ্নি বা নতুন ব্যবসা শুরুর কথা ভাবতে পারেন , বন্ধু সঙ্গ শুভ না।

কুম্ভ: অনেকদিনের আটকে থাকা কাজ উদ্ধার এর পূর্ণ সংযোগ রয়েছে, আর্থিক ভাগ্য শুভ, উপহার পেতে পারেন। ভ্রমণ শুভ।

মীন: কাজের ক্ষেত্রে সমস্যা, আর্থিক ক্ষতি, নতুন করে আজ ব্যবসায় বিনিয়োগ শুভ না, বিতর্ক এড়িয়ে কাজ করুন

শ্রী সৌরভ দিল্লিতে থাকার দরুন , মার্চ মাসে তিনি সঠিক সময়মতো চেম্বার গুলোতে বসতে পারছেন না, এইজন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত।
ধন্যবাদ
শ্রী সৌরভ।